বৃহস্পতিবার, ২৬শে এপ্রিল, ২০১৮ ইং ১৩ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ভারতের স্টেজ শো নিয়ে যা বললেন বুবলী

বিনোদন প্রতিবেদক : গতকাল মঙ্গলবার থেকে এফডিসিতে শুরু হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। শুটিংয়ে অংশ নিচ্ছেন নায়িকা শবনম বুবলী। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরেছেন। এর আগে ভারতে দুটি স্টেজ শোতে অংশগ্রহণ করেন তিনি। বুবলী আজ মঙ্গলবার কথা বলেন এই প্রতিবেদকের সঙ্গে।

প্রশ্ন : ভারতে স্টেজ শো কেমন হলো?

শবনম বুবলী : আমরা কাছে অনেক ভালো লেগেছে। আমাদের অনেক সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সামনে-পেছনে গাড়ির বহর ছিল, স্টেজ শোতে অনেক দর্শক ছিল। খুব সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান করতে পেরে ভালো লেগেছে।

প্রশ্ন : এমন শোতে অংশ নিলে বাংলাদেশের কী লাভ?

বুবলী : আমি কিন্তু এখনো কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করিনি। যে কয়েকটা কাজ করেছি, তা একেবারেই বাংলাদেশের ছবি। তারপরও আমাকে তাঁরা চেনেন।

কীভাবে চেনেন? বাংলাদেশের শিল্পী হিসেবে চেনেন। আবার আমরা যে শো করতে গিয়েছি, তা বাংলাদেশের শিল্পী হিসেবেই সেখানে প্রচার করা হয়েছে। তার মানে আমরা তো সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। শুধু তাই নয়, তারা কিন্তু আমাদের ছবি দেখেন, যেমন দর্শক সারি থেকে ডায়ালগ ডায়ালগ বলে চিৎকার করছিলেন, তখন আমি ‘রংবাজ’ ছবির শেষের কিছু ডায়ালগ বললাম, দর্শকও আমার সঙ্গে ডায়ালগ ডেলিভারি দিল। সেটা ছিল আমার জন্য অনেক আনন্দের। তার মানে তারা আমাদের ছবিও দেখেন।

প্রশ্ন : বাংলাদেশে স্টেজ শোতে অংশগ্রহণ করেন না কেন?

বুবলী : আসলে ভারতের এমন শোগুলোতে সাধারণত সেখানকার তারকা শিল্পীরা অংশগ্রহণ করেন। ঋতুপর্ণা দিদি, জিৎ, দেবসহ আরো সিনিয়র শিল্পী সেখানে শো করে থাকেন। কিন্তু আমার মনে হয়, এই কালচারটা আমাদের দেশে নেই। বাংলাদেশে যদি এমন শো করতে পারতাম, তা হলে দর্শকের সঙ্গে আমাদের আরেকটু বেশি বোঝাপড়া হতো। তাঁরা আমাদের কাছে পেতেন, আমরাও দর্শকের সঙ্গে সরাসরি পারফর্ম করতে পারতাম। অবশ্যই বাংলাদেশে শো করতে চাই। তার আগে শো করার মতো পরিবেশ চাই। এনটিভি অনলাইন

Print Friendly, PDF & Email