রবিবার, ৪ঠা মার্চ, ২০১৮ ইং ২০শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ৬ জনে একজন নারী সঙ্গীর হাতে নিপীড়িত!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। ওই নারীরা তাদের সঙ্গীদের দ্বারা যৌন নিপীড়িনের শিকার হয়েছেন। বুধবার ‘অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (এআইএইচডব্লিউ)’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হলো।

এআইএইচডব্লিউ জানায়, অস্ট্রেলিয়া পনেরো লাখেরও অধিক নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। প্রতি ছয় নারীর একজন সঙ্গীর হাতে যৌন হয়রানির শিকার হচ্ছেন। প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে, প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকেন।

এআইএইচডব্লিউ’র মুখপাত্র লুইস ইয়র্ক বলেন, ‘নারীরা তাদের বাড়িতে ও আপনজনের হাতেই বেশি নির্যাতিত হয়।’

সংস্থাটি জানায়, প্রতি সপ্তাহে গড়ে একজন নারী ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছেন। নারীদের মধ্যে ৯৬ শতাংশই পুরুষ সঙ্গীর দ্বারা নির্যাতিত হয়েছেন।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড

Print Friendly, PDF & Email