সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায়  নকল করার দায়ে পরীক্ষার্থী বহিষ্কৃত  

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর  ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি  পরীক্ষায় নকল করার দায়ে এক মেয়ে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ।
সূত্র জানায়, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নাসিরনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা ১ম পত্র  বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষার নির্ধারিত সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
দুপুর সাঁড়ে এগারটা দিকে  কেন্দ্র পরিদর্শনে আসেন  দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি, এম মশিউর রহমান ।  পরীক্ষার চলাকালে মেয়ে পরীক্ষার্থী বোরকা পরীহিত  অভিনব কৌশল অবলম্বন করে মোবাইলের ফোনের মার্ধ্যমে কানে হেড ফোন  ব্যবহার করে   নকল করার দায়ে মেয়ে  পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় ।
এ কেন্দ্রে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে  অংশগ্রহণ করে ৫৯ জন । বাকি ২০জন  অনুপস্থিত ছিলেন। নাসিরনগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  বি, এম মশিউর রহমান এর  সত্যতা নিশ্চিত করেছেন ।
Print Friendly, PDF & Email