রবিবার, ১৮ই মার্চ, ২০১৮ ইং ৪ঠা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঘ-ভাল্লুকের যুদ্ধ! (ভিডিও)

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের তাডোবা জাতীয় উদ্যানে এই বাঘ-ভাল্লুক যুদ্ধ বাধে। মূলত এলাকা নিয়ন্ত্রণ নিয়েই যুদ্ধের জন্ম। বাঘ মটকাসুরের এলাকায় ঢুকতে চাইছিলো ভাল্লুকটি। কিন্তু মটকাসুর ঢুকতে দিতে চায় না। আর এখান থেকেই তাদের শক্তি প্রদর্শন শুরু।

এ ব্যাপারে তাডোবা বন্যপ্রাণী সংরক্ষণ ট্রাস্টের সভাপতি অনিশ আন্দোরিয়া জানান, ‘এই প্রজাতির ভাল্লুক এখনই বাঘের সঙ্গে পেরে উঠবে না। তবে এই যুদ্ধে ভাল্লুককে তার লোম বাঁচিয়েছে। কারণ বড় বড় লোমের কারণে বাঘটি কোনো ভাবেই ভাল্লুককে সুবিধা মতো ধরতে পারেনি।’ ভাল্লুক প্রাণে বেঁচে গেলোও দু’পক্ষই বেশ ক্ষতবিক্ষত হয়েছে বলে জানান অনিশ আন্দোরিয়া।

লড়াইয়ের ভিডিওতে ধারণ করেন ফরেস্ট সাফারি লজের প্রধান প্রকৃতিবিদ অক্ষয় কুমার। তিনি জানান, প্রায় পনেরো মিনিট ধরে চলে এই লড়াই। সূত্র: এনডিটিভি

Print Friendly, PDF & Email