বুধবার, ১১ই এপ্রিল, ২০১৮ ইং ২৮শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

আফ্রিদির অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে ট্রিপল সেঞ্চুরি করেছেন শহীদ আফ্রিদি।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলায় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ওয়াল্টনের উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছে যান আফ্রিদি। এদিন করাচি কিংসের এই তারকা ক্রিকেটার ৪ ওভার বোলিং করে ১৮ রান খরচায় ২ উইকেট নেন।

ক্রিকেট বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফর্মেটে ৩০০ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আফ্রিদির আগে এই মাইলফলক ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন এবং শ্রীলঙ্কার পেস বোলার লাসিথ মালিঙ্গা ।

টি-টোয়েন্টি লিগে এ পর্যন্ত ২০টি ভিন্ন ভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। যাতে ২৭৩ ম্যাচ খেলে ৩০০ উইকেট তুলে নেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে ৯৭টি উইকেট শিকার করে এখনো শীর্ষে আছেন শহীদ আফ্রিদি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

শামির কাছে ১০ লাখ করে চান তাঁর স্ত্রী

বার্সাকে বিদায় করে সেমিতে রোমা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কলকাতা-চেন্নাইয়ের ম্যাচে জুতা নিক্ষেপ

পিস্তলে বাংলাদেশকে দ্বিতীয় রৌপ্য এনে দিলেন শাকিল

চেন্নাইয়ের দুর্দান্ত জয়