বৃহস্পতিবার, ৩১শে মে, ২০১৮ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : এস.এস.সি ও এইচ .এস.সি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিল করে পরীক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানবন্ধন করেছে। রবিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাব চত্বরের সামনে জেলা সদরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন রচনা করে।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইকরামুল আলম ইশানের সভাপতিত্বে ও মুহীয় শারদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অন্নদা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাবিল তাউসিফ,সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন জান্নাত, গভ মডেল গালস্ হাই স্কুলের শিক্ষার্থী অমরিতা রানী দাস,
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে প্রশ্নপত্র ফাঁস রোধের ব্যর্থতার দায় সৃজনশীল করার মাধ্যমে চাপানো হচ্ছে শিক্ষার্থীদের উপর।

যা কোন ভাবে মেনে নেওয়া যায় না। বার বার পরীক্ষা পদ্ধতি পরির্বতন করায় শিক্ষার্থীদের মনে নতুন ভীতির জন্ম দেয়। তাই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন না করার আহবান জানান শিক্ষার্থীরা।

 

Print Friendly, PDF & Email