মঙ্গলবার, ২০শে মার্চ, ২০১৮ ইং ৬ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

হেরে যাওয়া সত্যিই কষ্টকর, কৃতিত্ব কার্তিকের : সাকিব

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশে কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন ভারতের দিনেশ কার্তিক। আর ম্যাচ শেষে তাই কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি হেরে যাওয়ার আক্ষেপটাও প্রকাশ করলেন সাকিব।

সাকিব বলেন, ‘১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারদের দিয়েই বল করতে চেয়েছি। কিন্তু রুবেল যদি ওই ওভারে ১৫ রানও দিত তাহলে আমরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম। তবে রুবেল সঠিক জায়গায় বল ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছে। কৃতিত্বটা দিনেশ কার্তিককেই দিতে হয়। কারণ সে এগিয়ে এসে রুবেলের প্রথম বলটাকেই ছক্কা হাঁকিয়েছে।’

সাকিব আরও বলেন, ‘দলের সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারা তাদের শতভাগ দিয়ে খেলেছে। হেরে যাওয়া সত্যিই কষ্টকর, তবে আমরা ভাল খেলেছি। আমরা এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক বিষয় শিখেছি। কোনও একদিন আমরাও বিজয়ীদের দলে থাকব।’

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ইসরায়েলি কোম্পানী

সুনিল গাভাস্কারের আইডি মুছে দিল ফেসবুক

সুপারহিট নায়িকাদের যতো ‘প্রথম’

আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসের রেকর্ড

বিদেশি নর-নারী বিয়েতে নতুন শর্ত দিল সৌদি আরব

র‍্যাঙ্কিংয়েও দুঃসংবাদ শুনলেন সাকিব