মঙ্গলবার, ২০শে মার্চ, ২০১৮ ইং ৬ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

শত প্রলোভনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিক্রি হননি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের শত প্রলোভনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিক্রি হননি ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না।বাঙালীর সকল আন্দোলনের সূচনা করেছিরেন বঙ্গবন্ধু।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দাদীর কাছে শুনেছি, বঙ্গবন্ধুর নানা তাকে কোলে নিয়ে বলেছিলেন, তোর ছেলের নাম শেখ মুজিবুর রহমান। দেখবি, একদিন জগৎ জোড়া নাম হবে তার। তার কথাই সত্যি হয়েছে। শুধু নিজের নাম নয়, বাঙালিকে বিশ্বসভায় পরিচিত তিনিই করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেককে পদ ও অর্থের লোভ দিলে কেনা যেত। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কোনো লোভ দিয়ে কিনতেও পারেনি, নিতেও পারেনি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সাফিনুল ইসলাম বিজিবির নতুন মহাপরিচালক

সেপ্টেম্বরেই চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট

‘খালেদা জিয়ার মামলা লড়তে বিদেশি আইনজীবীর প্রয়োজন নেই’

৭ দেশের বিমান মহড়ায় অংশ নিল ইসরায়েল ও আমিরাত

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত-৬

এবার প্রাইভেট মেডিকেলে ভর্তি খরচ ২২ লাখ ৮০ হাজার টাকা!