শনিবার, ২৪শে মার্চ, ২০১৮ ইং ১০ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে তাপ সহনশীল জাতের গমের আবাদ বৃদ্ধি এবং মাঠ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী গ্রামের কৃষি ব্লকে  তাপ সহনশীল জাতের গমের আবাদ বৃদ্ধিতে মাঠ দিবস পালিত হয়েছে ।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জাহেদুল হক ।

কৃষি প্রনোদোনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৪ হাজার কেজি গম এবং চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের (২য় পর্যায়ের) এর আওতায় ১২’শ কেজি তাপ সহনশীল জাতের গম বীজ বিতরন করায় গমের আবাদী জমি বৃদ্ধি পেয়েছে বলে মাঠ দিবসে উল্লেখ করেন প্রধান অতিথি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী নুরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মানিকুর রহমানসহ এলাকার ২ শতাধিক কৃষক/কৃষাণী ।

Print Friendly, PDF & Email