সোমবার, ১৬ই এপ্রিল, ২০১৮ ইং ৩রা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

রিয়াদে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

বাংলাদেশি দূতাবাস সূত্রে জানা যায়, রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণ শ্রমিকেরা থাকতেন। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির স্থানীয় একটি বার্তা সংস্থা রিয়াদ সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হামাদির বরাত দিয়ে জানায়, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। সে সময় সেখানে ৪৫ জন শ্রমিক ছিল। সেখানে মোট ৫৪ জন থাকতেন, যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

ভেতরের দিকের কক্ষগুলো থেকে শ্রমিকদের বেরোনোর অন্য কোনো পথ ছিল না। নিহতদের অধিকাংশই ওই সব কক্ষের বাসিন্দা বলে সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

তেহরানে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ!

রেড ক্রসকর্মীসহ ৭ যুবক জঙ্গি সন্দেহে আটক

প্রবাসীদের রেমিটেন্সে ট্যাক্স বসাচ্ছে কুয়েত, কী হবে বাংলাদেশের?

সালমান খান আকর্ষণীয় পুরুষ : ঐশ্বরিয়া

গোপনে বিয়ে করেছেন যেসব বলিউড তারকা!

হলগুলোতে হয়রানি না করতে উপাচার্যকে অনুরোধ