বৃহস্পতিবার, ৩১শে মে, ২০১৮ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

টঙ্গী রেলস্টেশনে দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার বিকাল সোয়া ৫টার পর কমলাপুর ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলস্টেশনে পৌঁছায়। এ স্টেশনেই দুপুর সাড়ে ১২টার দিকে একটি কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে প্রাণহানির পর থেকে সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

টঙ্গী রেলস্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে ১১টায় ভৈরব হয়ে ময়মনসিংহ যাওয়া জন্য ট্রেনটি কমলাপুর থেকে রওনা হয়েছিল। দুপুর সোয়া ১২টায় এটি বিমানবন্দর রেলস্টেশনে আসে। দুর্ঘটনার কারণে এরপর থেকে সেখানেই অপেক্ষায় ছিল ট্রেনটি।’

টঙ্গী রেলস্টেশনে উপস্থিত রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান  বলেন, ‘আপ লাইন (ঢাকা থেকে বের হওয়ার) ছেড়ে দেওয়া হয়েছে। মিটার গেজ লাইনে ট্রেন চলতে পারব। তবে ওই দুর্ঘটনায় রেললাইনের বেশকিছু স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের পরই ব্রড গেজ ট্রেন চলতে পারবে।’

এর আগে সাড়ে ৪টার দিকে টঙ্গী রেলস্টেশনের মাস্টার হালিমুজ্জামান বলেন, ‘উদ্ধারকাজে ব্যবহৃত রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটিগুলোকে একটি লাইনে ওঠাতে সক্ষম হয়েছে। এতে কমলাপুর থেকে আপ লাইন ক্লিয়ার হয়েছে। কমলাপুরমুখী ডাউন লাইনটি এখনও ক্লিয়ার হয়নি। এটি পুরোপুরি ঠিক করতে আরও কিছু সময় লাগবে।’

সিগন্যালের সমস্যায় ওই দুর্ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বলতে পারছি না। তদন্তের পর বলা যাবে।’

রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিন জনের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’

Print Friendly, PDF & Email