বৃহস্পতিবার, ২৬শে এপ্রিল, ২০১৮ ইং ১৩ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় এবার হাত বিচ্ছিন্ন হলো শিশু সুমির

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকেরধাক্কায় সুমি খাতুন (৮) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে। তার বাম কেটে ফেলতে হয়েছে। রোববার দুপুরে উপজেলার বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানা পুলিশ ভিআইপি ডিউটি নিয়ে ব্যস্ত থাকায় তারা শুধু শিশুটিকে হাসপাতালে পাঠিয়ে দায়িত্ব শেষ করেছে। পুলিশ হতদরিদ্র পরিবারের ওই শিশু সম্পর্কে কিছুই বলতে পারে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের দোকান কর্মচারী দুলাল খাঁর মেয়ে সুমি স্থানীয় ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে।

রোববার দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির কাছে বটতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হবার চেষ্টা করছিল। এ সময় পাথরবোঝাইএকটি ট্রাক(ঢাকা মেট্রো-ট ১৩-১২০৫) তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে তার দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা রক্তাক্ত শিশু সুমিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসকরা তার বাম হাত কেটে ফেলতে বাধ্য হন।

বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে শিশুর সঙ্গে আসা বুদ্ধি প্রতিবন্ধী মা পাশে নির্বাক হয়ে বসে আছেন।

শেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বটতলা এলাকায় দুর্ঘটনায় এক শিশু আহত হওয়ার কথা শুনেছেন। তাকে শুধু অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মন্ত্রীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় ওই শিশু সম্পর্কে খোঁজ নিতে পারেননি।

বগুড়ার ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল জানান, শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু সুমির বাম হাত ছিঁড়ে গেছে। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে আনা হয়েছে।

Print Friendly, PDF & Email