বৃহস্পতিবার, ২৬শে এপ্রিল, ২০১৮ ইং ১৩ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

অপরাধী শনাক্ত করতে বিশেষ  প্রযুক্তি চালুকরল জেলা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অপরাধী ধরতে নতুন প্রযুক্তি চালু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ওই প্রযুক্তির মাধ্যমে শহরে সিসিটিভি ক্যামেরার আওতাধীন দুই কিলোমিটার এলাকায় চিহ্নিত অপরাধীরা ঢুকলেই সতর্কবার্তা পাবে পুলিশ। ফলে জেলার অপরাধ নিয়ন্ত্রণে আরো বেশি সহায়ক হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রযুক্তির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন প্রযুক্তিটির বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রযুক্তির সিস্টেম ডেভেলপার বাসুদেব চৌধুরী রাজ জানান, এর মূল কাজ হচ্ছে মুখ চিহ্নিত করা। সফটওয়্যারে যাদের ডাটা বেইস দেওয়া থাকবে তাকে চিহ্নিত করে দেবে ওই প্রযুক্তি। চিহ্নিত করা মুখমণ্ডলের ১৮০টি অংশের মধ্যে অন্তত ৭০টি অংশ চিহ্নিত করতে পারলেই তার সম্পর্কে তথ্য নিশ্চিত করবে ওই সফটওয়্যার। এটি পরিচালন ব্যয়ও কম। অপরাধী চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবেই মেসেজ দেবে এ সফটওয়্যার। ক্যামেরার রেজুলেশন যত ভালো হবে, চেহারা নির্ণয়ে তত বেশি সহজ হবে।

আমেরিকা, চীনসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রে এ ধরনের সফটওয়্যার ব্যবহার হচ্ছে। পুলিশ সুপার বলেন, ‘আমার জানা মতে, বাংলাদেশের কোথাও এ ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়াতে এটি সফলভাবে করা গেলে পুলিশ হেডকোয়ার্টারে প্রযুক্তিটি পাঠানো হবে। ’
Print Friendly, PDF & Email