বৃহস্পতিবার, ২৬শে এপ্রিল, ২০১৮ ইং ১৩ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে সালমানের আরজি

বিনোদন ডেস্ক : ‘বাল্মিকী’ ইস্যুতে হিন্দু জাতীয়তাবাদী ব্রাহ্মণদের ভীষণ খেপিয়ে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। আর তারই ফলশ্রুতিতে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়।

একটি রিয়েলিটি শোতে তিনি ও শিল্পা শেঠি বাল্মিকী বিষয়ে ‘অসদাচরণ’ করেন বলে অভিযোগ করে ওই সম্প্রদায়। একে একে চারটি এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে। এগুলো করা হয় রাজস্থান, দিল্লি, গুজরাট ও মুম্বাইয়ে।

আর, এই ‘এফআইআর’ বিষয়টি থেকেও মুক্তি চান ‘ভাইজান’ সালমান খান। তাই তিনি দ্বারস্থ হয়েছেন সর্বোচ্চ আদালতের। প্রধানত সেখানে তিনি রাজস্থানের চুরুতে বাল্মিকী যুব সংস্থা কর্তৃক দায়েরকৃত এফআইআর-এর বিষয়ে আরজি জানান। এই আইনি বৃত্ত থেকে বেরিয়ে আসতে সর্বোচ্চ আদালতের কাছে এই এফআইআর রদ বা স্থগিত করার বিষয়ে আরজি পেশ করেন তিনি।

এখন দেখার বিষয়, অন্যান্য আদালতের মতো সর্বোচ্চ আদালতও সালমানের প্রতি সদয় হন কি-না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আপসের শর্তে মডেল আসিফের জামিন

বলিউডের অদ্ভুত সব ঘটনা

সিনেমায় এসে নাম বদলেছেন যেসব নায়ক-নায়িকা

শাকিব নয় জিৎকেই এগিয়ে রাখলেন নুসরাত ফারিয়া

ফের কন্যা সন্তানের বাবা হলেন ‘রক’

অভিনেত্রী হতে চাইলে বিছানায় যেতে হবে : অভিনেত্রী