রবিবার, ৬ই মে, ২০১৮ ইং ২৩শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

তারেক দেশে এলে কোটি কোটি মানুষ বিমানবন্দরে যাবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে হলে তিনি আসবেন। ওই দিন তাকে বরণ করতে বিমানবন্দরে কোটি কোটি মানুষ গিয়ে হাজির হবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভার এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (তারেক রহমান) দেশে ফিরে আসতে হয় তিনি আসবেন। যেদিন তিনি মনে করবেন জন্মগত নাগরিক হিসেবে উনি উনার দেশে ফিরে আসবেন। সেদিন আপনারা দেখবেন, তার জনপ্রিয়তা কত এবং মানুষ তাকে কত ভালোবাসে। সেইদিন দেখবেন, কোটি কোটি মানুষ তাকে বরণ করার জন্য সেই এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছে।’

তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের—এটা আমাদের গঠনতন্ত্রে আছে। আমাদের নেতা আমরা নির্বাচিত করেছি। যোগ্যতার ভিত্তিতেই বিএনপির কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এটাতে আপনাদের বলার কিছু নেই, এটা গ্রহণযোগ্য নয়।’

স্মরণ সভার আয়োজন করে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ। সংগঠনের সভাপতি সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনাসহ মহানগর দক্ষিণের নেতারা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার পক্ষে দৃশ্যমান হলো কার্লাইলের তৎপরতা

চাঞ্চল্যকর তথ্য, তারেক রহমান ব্রিটিশ নাগরিক! (প্রমাণসহ)

পদ্মা সেতুতে প্রথম ট্রেন চলবে ঢাকা-ফরিদপুর

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সারাদেশে অাইনজীবীদের অবস্থান কর্মসূচী

খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনমুখী বিএনপি