সোমবার, ২১শে মে, ২০১৮ ইং ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ট্রেনের অভাবে কয়েকটি গ্রামের মানুষের দূর্ভোগ

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তালশহর রেলষ্টেশন অতি প্রাচীন সু পরিচিত জনবহুল শিক্ষা খ্যাত ও ব্যবসা পসিদ্ধ তালশহর এলাকা। এ এলাকার অসংখ্য মানুষ দেশে ও বিদেশে কর্মরত আছেন। এখানে স্কুল, কলেজ,মাদ্রাসা, হাট বাজার,হাসপাতাল,  ব্যাংক সহ অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে।

প্রয়োজনের তাগিদে এখানকার অনেক মানুষ প্রতিদিন ঢাকা, চট্রগাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া – আসা করে। বাহিরের অনেক লোকজনও এ এলাকায় যাতায়াত করে এলাকাটি একটি দূর্গম এলাকা হওয়ায় ট্রেন ছাড়া যাতায়াতের বিকল্প সু ব্যবস্থানেই ফলে এলাকাটির আর্থিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে বাধাগ্রস্থ হচ্ছে। তাই তালশহর সহ ৮/১০ টি গ্রামের কয়েক হাজার মানুষের প্রাণের দাবী ৩৩ নং ও ৩৬ নং তিতাস কমিউটার ট্রেন সহ চট্রলা, নাসিরাবাদ, ডেমু কমিউটার, ট্রেন গুলোর আপ – ডাউন স্ট্রোপিজ বা-( যাত্রা বিরতি) দিলেই তালশহর রেলষ্টেশনটি আবারো প্রাণবন্ত হয়ে উঠবে।

অন্যদিকে টিকিট ও মালামাল দ্বারা রেল- কর্তৃপহ্ম অনেক রাজস্ব আয় করতে পারবে। অপরদিকে এ এলাকার আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে। এবং জনগণের বহু দিনের দুঃখ কষ্ট লাঘব হবে।

Print Friendly, PDF & Email