রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭ ধারায় মামলায় আওয়ামীলীগ নেতা আটক, ৭দিন রিমান্ডের আবেদন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মোখলেছুর রহমান লিটন নামে এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে ৭দিনের রিমান্ড আবেদন করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও : ‘একরামের স্ত্রী-মেয়েদের কান্না বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে’

সে কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত ২৫.৪.২০১৮ ইং তারিখে কসবা থানায় দায়ের করা ৫৭ধারার মামলায় মোখলেছুর রহমান লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জেলা আদালত সূত্রে জানা যায়, আগামী রোববার মোখলেছুর রহমান লিটনের রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত।

প্রসঙ্গত গত বুধবার ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার দেখানো হয়।

Print Friendly, PDF & Email