রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে  মাদক উদ্ধার,  আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই হাজার ৪শ পিস ইয়াবা, ৫শ বোতল হুইস্কি ও ২৮০ বোতল বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সদস্যরা।
আটকৃত মাদক ব্যবসায়ীরাহলেন- বাদল মিয়া (৩২), সুমন মিয়া (২০) ও মামুন মিয়া (২২)। বুধবার মধ্যরাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা তিনজনই রূপসদী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও স্কোয়াড্রন কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল রূপসদী গ্রামে অবস্থান নেয়।

 

আরও : এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন

রাত আড়াইটার দিকে ওই গ্রামের শিশু মিয়ার বাড়ির সামনে একটি জমিতে অভিযান চালিয়ে বাদল, সুমন ও মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। আটকরা সবাই মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪

চাতলপাড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামানের নদী ভাঙ্গন পরিদর্শন