রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

কসবায় ১৭ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ৬০ ব্যাটলিয়ানের সালদানদী বিওপি ক্যাম্প সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কসবার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে বিজিবি।

বিকালে আটককৃত ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটকৃতরা হলেন, মোঃ আমানউল্লাহ (২৭), মোছাঃ আছিয়া বেগম (২৩) মোঃ আলী আহসান (৬০) জানোয়ারা বেগম (২৫) মোঃ নুর মোহাম্মদ (২৮) খোরশিদা বেগম (২০) জুবায়ের হোসেন (১২) মোঃ ইমরান (০৮) মোঃ রফিক (১২) সোনা বেগম (৬০) নুরজাহান (৪৫) মোঃ জুবায়ের (০৭)। এদের মর্ধ্যে ৫জন পুরুষ, ৭ জন মহিলা, শিশু ৫ জন রয়েছে।

আরও : আর্জেন্টিনার ভক্ত মাশরাফি

সালদানদী বর্ডার বিওপি সূএ জানান, কসবার বায়েক ইউপির নয়নপুর বাজার থেকে সিএনজি থেকে ১৭জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা জানান, কক্সবাজারের পালন খালি ক্যাম্পে তাদের আত্বীয় স্বজন আছে। তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল তারা।

কসবা থানার ওসি (তদন্ত) মো: মনিরুজ্জামান জানান, ১৭ জন রোহিঙ্গাকে থানায় আনা হয়েছে।তাদের মেডিকেল পরীক্ষাসহ খাওয়া-দাওয়া সবকিছুর করা হচ্ছে। প্রচলিত বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

কদরের রাতের গুরুত্ব

সংবাদ গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে ফেসবুক

‘যত বার বলি বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না’

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী