রবিবার, ১৭ই জুন, ২০১৮ ইং ৩রা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশত লোক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রাম ও নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সরাইলের উচালিয়া পাড়া গ্রামের ইউপি সদস্য সায়েদ মিয়ার ছেলে সুখন মিয়ার সাথে নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়া ছেলের ছাব্বির মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রামের কয়েক শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বজনদের নিয়ে একসঙ্গে খেলেন খালেদা জিয়া

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা