মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকায়

ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল রোববার কার্যতালিকায় রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েসবাইটে প্রকাশিত আপিল বিভাগের প্রকাশিত কার্যতালিকায় আবেদন দুটি ৯ ও ১০ নম্বর ক্রমিকে রয়েছে।

গত ২৮ মে একটি হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন।

আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!

এ জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৯ মে আপিল বিভাগের চেম্বার কোর্ট জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন।

সে অনুযায়ী ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে আদেশ দেন। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।

গত ২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৫ সালের শুরুর দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরো ২০ জনের মতো। সে ঘটনায় কুমিল্লায় পৃথক মামলা দায়ের করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫। রায়ের পর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি থেকে সাজা ভোগ করছেন খালেদা জিয়া। দণ্ডিত হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য আরো বেশ কটি মামলায় জামিন না হওয়া সংক্রান্ত কারণে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ২৮ কেজির বাঘাইড়

মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ সাত কর্মকর্তাকে শাস্তি দিল ইইউ

‘নেশা না করলে গাড়ি চলে না’

বিনা ওয়ারেন্টে গাজীপুরে কাউকে গ্রেফতার না করার নির্দেশ ইসির

মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ২৫৬ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে ভারত

বিয়ের পরদিন বর ‘নিখোঁজ’!