মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মেয়েদের দিকে তাকালেই ৬ মাসের জেল!

ডেস্ক রিপোর্ট : কোনো পুরুষ যদি কোনো মেয়ের দিকে কুনজরে তাকায় তাহলে সেটিকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং এই অপরাধে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হবে।

মেয়েদের দিকে যারা কুনজরে তাকায় তাদের জন্য এমন আইন পেশ করলো ভারতের কোলকাতা হাইকোর্ট। আইন অনুযায়ী মেয়েদের দিকে কুনজরের জন্য সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত জেল হতে পারে! এছাড়া কেউ যদি মেয়েদের পোষাক ধরে টানাটানি করে তবে সেক্ষেত্রে ৩ থেকে প্রায় ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!

তবে তার জন্য সেই মেয়েকে থানায় গিয়ে অভিযোগ করতে হবে। এবার থেকে থানায় গিয়ে কোনো মেয়ে যদি কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা আবশ্যক।
তবে এটি জামিনযোগ্য হওয়ার জন্য অভিযুক্ত থানা থেকে জামিন পেতে পারে। তবে যদি আদালতে সে দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবেই।

কোলকাতা হাইকোর্টের এক আইনজীবী এ বিষয়ে বলেন, ‘কোনো মেয়ের দিকে কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেটি আইনত অপরাধ। সেক্ষেত্রে সেই পুরুষের ৬ মাস পর্যন্ত হাজতবাস হবে। এছাড়া নারীর পোষাক ধরে টানাটানি অথবা শ্লীলতাহানী করে ডবে ৩ থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল অনিবার্য।’

জেডআই,বাংলাদেশ জার্নাল

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

রাজবাড়ীতে পদ্মায় ধরা পড়লো ২৮ কেজির বাঘাইড়

মালয়েশিয়ার এই মসজিদে যেতে পারবেন না পর্যটকরা

মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ সাত কর্মকর্তাকে শাস্তি দিল ইইউ

কলকাতায় জয়ার ‘খাঁচা’

স্বান্ত্বনার জয়ও পেলেন না সালাহ

গৃহবধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল!