বুধবার, ৪ঠা জুলাই, ২০১৮ ইং ২০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

কৃষকের ঘরে মিললো ১৯ গোখরা সাপ

কুষ্টিয়ার ভেড়ামারায় সাতবাড়িযা মুচিপাড়া গ্রামের এক কৃষকের শোবার ঘর থেকে ১৯ টি গোখরো সাপ ও ১৯টি ডিম উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘরের ভেতর থেকে সাপুড়েরা সাপগুলো উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সাতবাড়িয়া মুচিপাড়া গ্রামের আব্দুল গণি বলেন, শনিবার সকাল ৯টার দিকে ঘরের চৌকির নিচে বড় একটি সাপের খোলস দেখতে পান। পরে সাপুড়েদের খবর দেয়া হয়। উপজেলার বার মাইল এলাকা থেকে ২জন সাপুড়ে ঘঠনাস্থলে গিয়ে আব্দুল গণি বাড়ির শোবার ঘরের মেঝের মাটি খুড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোলস উদ্ধার করে।

সাপুড়ে রবিউল ইসলাম খোকন বলেন, ‘পদ্ম গোখরা’ বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে। এছাড়া মা সাপটি আশেপাশে অবস্থান করে। সাপের বাচ্চা ও ডিমের খোসা ইতিমধ্যে উদ্ধার কারা হয়েছে। সবগুলো ডিম ও মা সাপটিকে আমরা খুঁজে বেড়াচ্ছি। তবে খোঁড়াখুঁড়িতে বড় কোনো সাপ পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল রাসেল

অতি ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা

নেশার টাকা না পেয়ে মা-ভাই-খালাকে কুপিয়ে হত্যা

শিক্ষিকার এ কেমন নিষ্ঠুরতা!

রাজধানীর বাজারে মাছ-সবজির দাম চড়া

নড়িয়ায় পদ্মার রুদ্র রূপ, ভাঙছে বাড়ি-ঘর