[bangla_day], [english_date] [bangla_date]

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলেনে আটক নেতাকর্মীদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাবিতে নিরাপদ ক্যাম্পাস ও নিপিড়নবিরোধী ব্যানারে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এসময় নিপিড়নসহ কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য সোমবার (২ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করতে জড়ো হলে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বেশ কিছু কলেজের ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তবে হামলা বা মারধরের কথা অস্বীকার করেছে ঢাবি ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রিজই এখন আতংক,জনদূর্ভোগ চরমে 

বাসচাপায় জাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু; ৬ দিনেও গ্রেফতার হয়নি ঘাতক চালক

রাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকছে না

মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের আত্মসমর্পণ দলিল কি বদলানো হয়েছে ?

হাতুড়ি পেটায় দু’পা ভাঙা তরিকুলকে বের করে দিয়েছে হাসপাতাল