বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবি

কোটা আন্দোলনকারীদের মুক্তি ও নির্যাতিতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।

এ সময়, সমিতির সভাপতি জয়নুল আবেদীন অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্টতার দিকে ঠেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকারীদের বিনা খরচে আইনী সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

শিক্ষার্থীদের ওপর হামলা তদন্তে সুপ্রিম কোর্টের একজন বিচারক ও বিশ্ববিদ্যালয়ের দুইজন সাবেক উপাচার্যের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠনের দাবি জানায় আইনজীবী সমিতি।