বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

‘ভিডিও দেখেই তিনি শিক্ষার্থীদের লাদেনের সঙ্গে তুলনা করছেন’

ড. জাফর ইকবাল প্রায় বলে থাকেন তিনি টেলিভিশন দেখেন না। কয়েকদিন আগেও তিনি ওয়াল্ড কাপ নিয়ে একটি কলাম লিখেছেন। সেখানেও লিখেছেন, তিনি ফুটবল খেলা দেখেনি। তার এই কথায় অনেকটা ক্ষুব্ধ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা!

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪ এর আলোচনায় তিনি বলেছেন, কোটা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘বহিরাগত’ ‘অনুপ্রবেশকারী’ ‘নিরাপত্তা চৌকি’ তালেবান- আল কায়েদার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের তুলনা… উদ্ভট- অবাস্তব তত্ত্ব হাজির করছেন।

বাংলাদেশে একটা অদ্ভূত ধারা তৈরি হয়েছে, কিছু মানুষ গর্ব করে প্রায় প্রতিদিন একবার করে বলেন ‘আমার বাসায় টেলিভিশন নেই। আমি টেলিভিশন দেখি না’। বাসায় টেলিভিশন থাকা এবং দেখা যেন অপরাধ!

টেলিভিশনে যা দেখায় তা আরেকজনের থেকে শুনে, তারপর লেখেন। যা নিজে দেখেন না, তা নিয়ে লেখেন কেন?

অসংখ্য নিপীড়নের ভিডিও চিত্র অনলাইনে। উপাচার্যের কোনো কলিগ তাকে তা দেখাননি। তিনি নিজে আবার এসব দেখেন না। কেউ দেখালে দেখেন। তাকে একটি ভিডিও চিত্র দেখানো হয়েছে, তা দেখে সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে ‘তালেবান মোল্লা ওমরদের মত’। কী ভয়ঙ্কর বিবেচনাবোধ!

নিজের শিক্ষার্থীদের তুলনা করছেন লাদেনের সঙ্গে!!