শনিবার, ১৪ই জুলাই, ২০১৮ ইং ৩০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় মুচির বাক্সে মাদক। অভিনব কৌশলেও পুলিশের চোখ ফাকি দিতে পারছেনা

মাদকমুক্ত আখাউড়া গড়তে যত বেশি হার্ডলাইনে যাচ্ছে পুলিশ প্রশাসন, মাদক ব্যবসার ক্ষেত্রে ততটাই অভিনব কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। তবে নানা কৌশল খাটিয়েও পুলিশের চোখ ফাকি দিতে পারছে না মাদক ব্যবসায়িরা।

পুলিশের হাতে ঠিকই আটকে পড়ছে তারা। অতি সম্প্রতি মুচির বাক্স থেকে পুলিশ মাদক উদ্ধার করেছে। উপজেলার রাস্তায় রাস্তায় বুট পালিশের নামে মাদক বিক্রয় করছিল দুর্জয় ঋশি দাস (৪৮) নামে এক মুচি। অতি সম্প্রতি পুলিশ তাকে হাতেনাতে এক কেজি গাজাসহ আট করে। মাদক ব্যবসার  এই অভিনব কৌশল উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আখাউড়া আজমপুর ঋষিপাড়ার মৃত চন্দ্র মোহন ঋশির পুত্র এই দুর্জয় ঋশি দাস। সে সাম্প্রতিক সময়ে তার হাতে ঝোলানো জুতা মেরামত ও কালি করার সরঞ্জামের বাক্সে করে মাদক বিক্রয় করছিল।

এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানায়, আখাউড়া উপজেলা থেকে মাদক নির্মূল করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।  কাউকে ছাড় দেয়া হবেনা।

 

akhauranews.com

এ জাতীয় আরও খবর

ফেইজবুকের কল্যাণে শিশু শাকিল বাবার কোলে

আখাউড়ায় বিশ্বজনসংখ্যা দিবস পালিত

আখাউড়ায় স্কুলছাএীকে ধর্ষণের চেষ্টা

আখাউড়ায় ইয়াবাসহ খোদেজা খাতুন নামে এক বৃদ্ধা আটক

আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের বাম্পার ফলন