শনিবার, ১৪ই জুলাই, ২০১৮ ইং ৩০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

সরকার ও বিশিষ্ট নাগরিকদের আশ্বাসে ১৭ দিন পর অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে ৩২ দিনের বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন তারা।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্র্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী ও ড. সারওয়ার আলী আন্দোলনরত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে উপস্থিত হন।

এ সময় অধ্যাপক আনিসুজ্জামান সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা শিক্ষকদের সামনে তুলে ধরলে শিক্ষকরা অনশন ভাঙতে রাজি হয়। পরে তাদের(শিক্ষক-কর্মচারী) পানি পান করিয়ে অনশন ভাঙান বিশিষ্ট নাগরিকরা।

অনশনস্থলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে বিবৃতি দিয়েছেন, তাতে আমরা আপনাদের যে সমস্যা- তার সমাধানের আশা দেখতে পাই। আপনারা যে দাবি-দাওয়া জানিয়েছেন, সেটা সামনে রেখে আশা করি শিক্ষা মন্ত্রণালয় এমন একটা উপায় বের করবে, যাতে এই অবস্থার উপযুক্ত সমাধান পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

পাকিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮

উড়ল প্রথম হজ ফ্লাইট

বিএফইউজের মহাসচিব হলেন শাবান মাহমুদ

নৌকায় ভোট চাইতে আজ পাবনায় আসছেন শেখ হাসিনা, থাকছে উপহারও

১০টিতে শুরু, চার বছরেই ১৭শ গরু

কেবল লুঙ্গী রপ্তানী করে বাঞ্ছারামপুর থেকে প্রতি বছর আয় হচ্ছে ৫০ কোটি টাকা !!