বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

পবিত্র হজের প্রকারসমূহ

গুনাহমুক্ত নতুন জীবনলাভ হয় পবিত্র হজের মাধ্যমে। হজ মোট তিন প্রকার। যথাঃ ১. হজ্জে ইফরাদ।
২. হজ্জে তামাত্তু।
৩ হজ্জে কিরান।

হজ্জে ইফরাদ-এর পরিচয়ঃ হজের এক সফরে শুধু হজ আদায়ের উদ্দেশ্যে গমন করা ও উমরা না করার নাম হল- হজ্জে ইফরাদ।

হজ্জে তামাত্তু-এর পরিচয়ঃ হজের মাসে প্রথমে উমরার জন্য ইহরাম বেঁধে গমন করা। তারপর ওমরা শেষে নতুন করে হজ্বের জন্য ইহরাম বেঁধে হজ্ব আদায় করা।

হজ্জে কিরান-এর পরিচয়ঃ এক ইহরামে প্রথমে উমরা তারপর হজ আদায় করাকে বলা হয়।

উল্লেখ্য, হজ্জে কিরান ও তামাত্তু-এর জন্য দমে শোকর হিসেবে কুরবানির দিন কুরবানি করা আবশ্যক। কিন্তু ইফরাদের জন্য দমে শোকর নেই। সূত্রঃ আহলে হক মিডিয়া