শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ভুয়া পোস্ট যেভাবে শনাক্ত করবে ফেসবুক

এক নতুন নীতিতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ে বুধবার সংস্থাটির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন- ফেসবুকে উসকানিমূলক, আপত্তিকর, বিতর্কিত এবং ভুয়া পোস্ট দিলে- তা নিজে থেকেই সরিয়ে বা মুছে দেয়া হবে।

কীভাবে সেগুলো শনাক্ত করবে ফেসবুক? এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব চিহ্নিত করতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থাসহ নানা স্তরের লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করা হচ্ছে। সারা বিশ্বেই নেটওয়ার্ক আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিজেদের নজরদারি পদ্ধতিও আরও জোরদার করা হচ্ছে।

সংস্থার ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আমরা একটি নীতি পরিবর্তনের দিকে যাচ্ছি। এই পদ্ধতিতে ভার্চুয়াল দুনিয়ায় ছড়ানো বিদ্বেষ, হিংসা, গুজব এবং ভুল তথ্যে বাস্তব জগতে উত্তেজনা বা হিংসা ছড়াতে পারে এমন পোস্ট সরিয়ে দেয়া হবে। ফলে পোস্টের মালিক বা অন্য কেউ সেগুলো আর দেখতে পারবেন না।