শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রথম দিন থেকে ফেসবুকে কি করেছেন জানা যাবে

মাঝে মধ্যেই ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার্স। তবে এই ফেসবুকের মধ্যেই লুকিয়ে থাকে অনেক রকম গোপন ফিচার্স। সাধারণত নতুন ফিচার যোগ হলে ব্যবহারকারীদের নজরে চলে আসে। কিন্তু এমনও কিছু অজানা ফিচার্স আছে যা ব্যবহারকারীদের চোখে তেমন পড়ে না।

একটু চেষ্টা করলেই ফেসবুকে পুরনো পোস্ট ফিরে পাওয়া যায়। এমন ফিচার্স রয়েছে ফেসবুকের মধ্যেই। ফেসবুকের ‘অ্যক্টিভিটি লগ’-নামে একটি অপশনে গিয়েই এমন ফিচার্স পাওয়া যাবে। ব্যবহারকারী যেদিন ফেসবুকের অ্যকাউন্টটি খুলেছেন, সেই দিন থেকেই যাবতীয় পোস্ট দেখা যাবে এই ফিচার্সের মাধ্যমে।

শুধু পোস্ট নয়, কাউকে ট্যাগ করা ছবি কিংবা আপনাকে কেউ ট্যাগ করেছে সেই ছবিও অনায়সে দেখতে পারবেন। পাশাপাশি কোনও পোস্ট শেয়ার করা কিংবা লাইক করা কোনও পোস্ট বা ছবিও দেখা যাবে।