বুধবার, ২৫শে জুলাই, ২০১৮ ইং ১০ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতীকী বই সমর্পণ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতীকী বই সমর্পণ কর্মসূচি পালন করেছেন।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে বিসিএসে ৫৬ শতাংশ নিয়োগ কোটার মাধ্যমে হয়। অর্থাৎ শিক্ষার্থীরা যে বই পড়েন, দিনরাত খেটে পরীক্ষা দেন, সে বইয়ের তো মর্যাদা থাকল না। তাই বই সমর্পণ করে এটাই বোঝানো যে, আমাদের বইয়ের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না।

বিএনপিপন্থি শিক্ষকদের কর্মবিরতি : কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে না নিয়ে টালবাহানা করছে সরকার। ছাত্রলীগ ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। ছাত্রলীগের হাত থেকে শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না।