শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ট্রাফিক আইন অমান্যে একদিনে ২৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালায় ‍ডিএমপি। এসময় ৩হাজার ৬ টি মামলা, ২১ টি গাড়ি ডাম্পিং ও ৭৪২ টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের এসি সুমন কান্তি চৌধুরী বলেন, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৭০ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৪১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৭ টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১২ ভিডিও মামলা ও সরাসরি ২০টি মামলা দেয়া হয়েছে।