বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

এশিয়া কাপে বাংলাদেশও পড়তে পারে সূচি-জটিলতায়

স্পোর্টস ডেস্ক : ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশকে টানা দুই দিন খেলতে হচ্ছে না ঠিকই। তবে পরপর দুই দিন দুই শহরে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত এশিয়া কাপের সূচি পরিবর্তন চায় বলে খবর এসেছে। বাংলাদেশ কী করবে?

এশিয়া কাপের সূচি নিয়ে আপত্তি তুলেছে ভারত। এমন একটা খবর পাওয়া গেছে। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি অনুযায়ী পরপর দুই দিন ম্যাচ খেলতে হবে ভারতকে। দ্বিতীয় ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। স্বাভাবিকভাবেই এ সূচি নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট মহল। গ্রুপ পর্বে বাংলাদেশ অবশ্য টানা দুই দিন খেলতে যাচ্ছে না। কিন্তু পরপর দুই দিন খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২০ সেপ্টেম্বর আবুধাবিতে, আফগানিস্তানের বিপক্ষে। মাশরাফিরা যদি গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে ওঠেন, তাহলে পরের ম্যাচটা খেলতে হবে ঠিক পরের দিন। সেটিও অন্য শহর দুবাইয়ে। প্রতিপক্ষ হবে ‘গ্রুপ এ’ চ্যাম্পিয়ন। সেটি হতে পারে ভারত কিংবা পাকিস্তান।

এমনিতে আরব আমিরাতের গরম আবহাওয়া, ম্যাচ হবে ওয়ানডে সংস্করণে। সঙ্গে এক শহর থেকে আরেক শহরের দ্রুত ভ্রমণের ঝক্কি তো আছেই। বর্তমান সূচি অনুযায়ী ভারতের টানা দুটি ম্যাচ একই শহরে।

ভারত যদি টানা দুই ম্যাচ না খেলতে আপত্তি জানায়, বিসিবি এ নিয়ে কী ভাবছে? দুই শহরে পরপর দুই দিন খেলার সম্ভাবনা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘বিষয়টা আমরা এভাবে দেখিনি। আমাদের যদি সত্যি টানা দুটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকে, তাহলে বিষয়টা গুরুত্বের সঙ্গে নিতে হবে। ভারত যদি সূচি পরিবর্তনের বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানায়, তবে আমরাও জানাব। আর কারও সূচি যদি পরিবর্তন না করা হয়, তাহলে আর কিছু করার নেই।’

এশিয়া কাপে কখনো শিরোপা না জিতলেও এই টুর্নামেন্টে গত ছয় বছরে বাংলাদেশের সাফল্য বলার মতোই। গত তিনবারের দুবারই ফাইনালিস্ট ছিলেন মাশরাফিরা। গতবার টি-টোয়েন্টি সংস্করণে হলেও এবার এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশের ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে। সংস্করণটা ওয়ানডে, সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্যজাত আত্মবিশ্বাস মাশরাফিদের এবারও ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। ফলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতেই পারে।

কিন্তু ক্রিকেট বা খেলায় সবকিছু তো আর নিশ্চিত নয়। বাংলাদেশ গ্রুপ রানার্সআপও তো হতে পারে। তখন কিন্তু ভাবনার বিষয় হতে পারে আরব আমিরাতের কন্ডিশন আর দুই দিনে ভিন্ন দুটি শহরে টানা খেলার ধকল।