রওশন-এরশাদকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, এমপিকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব জনাব এ. কে. এম. আবদুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা জনাব এস এম খুরশিদ-উল-আলম।