বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে পল্লী বিদ্যুাতায়নের উদ্বোধন: ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে : ফরহাদ হোসেন সংগ্রাম

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বিগত সরকারের সময় বিদ্যুতের জন্য অনেক টাকা ও সময় অপচয় করেও বিদ্যুৎ পাওয়া যায়নি। আর এখন বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই আওয়ামী লীগ সরকারের আমলেই প্রত্যেক গ্রামাঞ্চলের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

?

শুক্রবার নাসিরনগর উপজেলার চিতনা ও চাপরতলার ৬টি গ্রামে পল্লী বিদ্যুাতায়নের পৃথক দু‘টি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (নিপর) মোঃ নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চায, ছাত্রলীগ নেতা নাসিরন উদ্দিন রানা, মনসুর আহমেদ ভুইয়া, আবদুল কুদ্দুস মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দুপুরে চিতনা গ্রামে সাবেক চেয়ারম্যান জিতু মিয়ার সভাপতিত্বে ও বিকালে চাপরতলা বাজার চত্বরে হাজ্বী সুরুজ আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন করে আলোকিত হল উপজেলার চিতনা ও চাপরতলা ৬টি গ্রামের ১১৪৫ টি পরিবার।