বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আজ শপথ নিবেন ইমরান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ নিবেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। আজ শনিবার স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি মামনুনু হোসেনের উপস্থিতিতে শপথ নিবেন পিটিআই-এর এই নেতা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটে পিটিআই-এর নেতা ইমরান ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ দাঁড়িয়েছিলেন। প্রত্যাশিতভাবেই পিটিআই নেতা ইমরান ১৭৬ সদস্যের ভোট পেয়ে জিতে যান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহবাজ পান ৯৬ ভোট।

গত ২৫ জুলাইয়ের নির্বাচনে ইমরান খানের পিটিআই পার্লামেন্টে বেশির ভাগ আসন পেয়েছিল। রাজনীতি জগতে পা দেওয়ার দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ইমরান।

‘নয়া পাকিস্তান’ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় এসেছেন ইমরান খান। তিনি বলেছেন, কাশ্মীর সমাধানে নয়াদিল্লি যদি এক কদম এগিয়ে আসে, তা হলে ইসলামাবাদ দুই কদম দৌঁড়াবে। ইমরান এ-ও বলেছেন, উদ্যোগটা প্রথমে দিল্লির তরফে আসতে হবে।