বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

দেশী গরুর-বেশী দাম

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও পাশর্^বর্তী কুমিল্লার হোমনা উপজেলার প্রবাসী অধ্যুষিত এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবার পশুর হাটে দেশি গরুর সংখ্যাই বেশি হওয়ায় দামও একটু বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।

আজ (শনিবার) বাঞ্ছারামপুর উপজেলার উজানচর,ছলিমাবাদ ও হোমনার ঘাড়মোড়া,মুন্সিরহাট বাজারের পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা দেশি গরু নিয়ে বাজারে এসেছেন। ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করতে ঘুরে ঘুরে বাজার দেখছেন। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়ছে হাটে। অনেক ক্রেতাই পছন্দ অনুযায়ী গরু কিনে বাড়ি ফিরছেন।

আছাদনগর কোরবানির পশুরহাটে আসা মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম ও ডা.শহিদুল ইসলাম নামে দুই ক্রেতা বলেন, এবারের ঈদে দেশি গরু প্রচুর এসেছে। বিদেশি গরু খুব কম। ছোট ও মাঝাড়ি আকারের গরুর দাম অন্য বছরের তুলনায় একটু বেশিই। এসময় তারা ‘দেশী গরুর বেশী দাম’ বলে জানান এ প্রতিবেদককে।