মঙ্গলবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮ ইং ২০শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ভুয়া সিকিউরিটি সার্ভিসের গাড়িতে ৪০ হাজার ইয়াবা, আটক ৬

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সিকিউরিটি সার্ভিসের একটি মাইক্রোবাস থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার বিকালে তাদের আটক করা হয়। ওই মাইক্রোবাসের গায়ে এসআইএসএস সিকিউরিটি সার্ভিস লেখা রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে র‌্যাব-১০ এর একটি টিম গোলাপবাগ এলাকায় সিকিউরিটি সার্ভিস নামধারী গাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় ওই গাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ ছয়জনকে আটক করা হয়। এ ছাড়া সিকিউরিটি সার্ভিসের ইউনিফর্ম, ক্যাপ, রিফ্লেক্টিং বেল্ট, নেমব্যাজ উদ্ধার করা হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ভণ্ড কবিরাজের কাণ্ড: ক্যান্সারের রোগীকে গোলাপজল খাইয়ে পিটিয়ে হত্যা!

স্কুলের ভেতর দুই শিক্ষার্থীকে নগ্ন করে ভিডিও ধারণ

জন্মদিনে নিজ বাড়িতে নিথর দেহে ফিরলেন এসআই উত্তম

৯ দিনের পুত্র সন্তান রেখে মায়ের করুণ বিদায়

হাসপাতালে নবজাতক রেখে মা-বাবার পলায়ন, অতঃপর…

‘আমার বউ অন্যজনকে বিয়ের কথা বললে মাথা কী ঠিক থাকে’

রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

এবার স্বর্ণা, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের কাণ্ড!