মঙ্গলবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮ ইং ২০শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

বিএনপির ২৪ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে নাশকতা ও পুলিশকে আক্রমণ করার অভিযোগে ময়মনসিংহে বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক আবদুল বারেকসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আজ শনিবার বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযুক্তরা শহরের জিলা স্কুল মোড়ে পিকেটিং ও গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হন।

ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, মামলায় এজাহারে ২৪ জন ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

ভণ্ড কবিরাজের কাণ্ড: ক্যান্সারের রোগীকে গোলাপজল খাইয়ে পিটিয়ে হত্যা!

স্কুলের ভেতর দুই শিক্ষার্থীকে নগ্ন করে ভিডিও ধারণ

জন্মদিনে নিজ বাড়িতে নিথর দেহে ফিরলেন এসআই উত্তম

৯ দিনের পুত্র সন্তান রেখে মায়ের করুণ বিদায়

হাসপাতালে নবজাতক রেখে মা-বাবার পলায়ন, অতঃপর…

‘আমার বউ অন্যজনকে বিয়ের কথা বললে মাথা কী ঠিক থাকে’

রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

এবার স্বর্ণা, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের কাণ্ড!