শনিবার, ২০শে জুলাই, ২০১৯ ইং ৫ই শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

জেগে উঠলেন মৃত নারী, তারপর…

ডেস্ক রিপোর্ট।। মৃত এক নারীর সৎকার করতে নিয়ে যাওয়া হয় শ্মশানঘাটে। সেখানে পৌঁছনোর পরই জেগে উঠে খাটিয়ায় বসে পড়েন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই পালাতে থাকেন। আজ শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হুগলী জেলায়। নিহত ওই নারীর নাম রেণুকা পাল। তিনি ত্রিবেণীর বৈকুণ্ঠপুরের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান রেণুকা পাল। দুপুর ১টার দিকে তার লাশ দেহ নিয়ে যাওয়া হয় ত্রিবেণী বার্নিং ঘাটে। আগে কয়েকটি দেহ থাকায়, সঙ্গে সঙ্গেই চুল্লিতে ঢোকানো যায়নি রেণুকা পালের দেহ। অপেক্ষা করতে থাকেন রেণুকা পালের স্বজনরা। হঠাৎ শ্মশানঘাটে উপস্থিত সবাই দেখেন, ‘বেঁচে উঠেছে’ রেণুকা পালের দেহ, উঠে বসে পড়েছে খাটিয়ায়!

ওই দৃশ্য দেখার পরই শ্মশানঘাটে হূলুস্থূল পড়ে যায়। ভয়ে দৌড়ে পালাতে থাকেন উপস্থিত অনেকেই। আর লাশের স্বজনরা তখন দ্রুত রেণুকা পালের হাত-পায়ে ঘষাঘষি শুরু করেন। এমনকি ফের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও ডাকা হয়। কিন্তু একটু পরই আবার নেতিয়ে পড়ে দেহটি। তারপরই সেটি চুল্লিতে ঢোকানো হয়।

এ জাতীয় আরও খবর

মোবাইলে ছাত্রীদের প’র্নো ভিডিও দেখাতেন প্রধান শিক্ষক

আদালতে দাঁড়িয়ে ফরাজী বললেন রিফাত হ’ত্যায় মিন্নি জড়িত

শিশুর মাথায় জ’খম, ছেলেধরা গু’জব

এবার ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি!

মিন্নিকে আইনি সহায়তা দিতে আইনজীবীদের টিম বরগুনায়

ফাঁ’সির মঞ্চে আসিফ আকবর!

সিনহার সহায়তায় মিথ্যাচারে নেমেছেন প্রিয়া সাহা!

রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা কবলিত মানুষের দিনকাটে অনাহারে-অর্ধাহারে

ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপি’টুনি

‘ছেলেধরা’ আতঙ্কে গণপি’টুনির হিড়িক

বন্যার পানি থেকে রক্ষা পেতে রাস্তা কেটে দেয়ায় টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক যোগাযোগ বন্ধ

জমি দিলেই মিলবে বেহেস্তের টিকিট!