বুধবার, ৫ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২১শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ম্যানইউ’র স্বস্তির রাতে জিতেছে আর্সেনালও

স্পোর্টস ডেস্ক : চাকরিটা যেন সুতোয় ঝুলে ছিল! আরেকটি হার দেখলেই যেত ছিঁড়ে! হোসে মরিনহোর জীবনে এমন অস্বস্তিকর মূহুর্তে আপাতত স্বস্তির হাওয়া বইয়ে দিলেন রোমেলু লুকাকু। বেলজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে টানা দুই ম্যাচ হারার পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার বার্নলির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানইউ। ব্রাইটন ও টটেনহ্যামের কাছে হারের পর এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্টে টেবিলের দশম স্থানে উঠে এলো মরিনহোর শিষ্যরা।

প্রথমার্ধের ২৭ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন লুকাকু। অ্যালেক্সিস সানচেজের ক্রসে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের সামনে থেকে গোল পেতে খুব সমস্যা হয়নি বেলজিয়ান ফরোয়ার্ডের।

তার ১৭ মিনিট পর ম্যাচে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু। জেসে লিনগার্ডের নেয়া শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন রেডডেভিল তারকা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি ম্যানইউ। উল্টো ৭১ মিনিটে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে গুঁতো দেয়ায় লাল কার্ড দেখেন দলটির তরুণ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বাকি সময়টা ১০ জনের দল নিয়েও নিরাপদে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

ম্যানইউ’র জয়ের রাতে হেরে বসেছে আগের ম্যাচে দলটিকে হারের স্বাদ দেয়া টটেনহ্যাম হটস্পার। ৫৩ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও ওয়াটফোর্ডের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে মউরিসিও পচেত্তেনির দল।

রাতের আগের ম্যাচে প্রিমিয়ার লিগে নিজেদের টানা দুই হারের পর টানা দুই জয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল। কার্ডিফ সিটির বিপক্ষে উনাই এমেরির দলের জয় ২-৩ গোলের।