বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে গ্রামীণ বেকার মহিলাদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘স্বল্পশিক্ষিত গ্রামীণ বেকার মহিলাদের ৫দিন ব্যাপী কনফেকশনারী ও বেকারি প্রশিক্ষণ আজ রবিবার(৯ সেপ্টেম্বর)উদ্বোধন করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না কর্মশালার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রুবি আক্তার ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । । প্রশিক্ষণে ১৫ জন গ্রামীণ বেকার মহিলা অংশগ্রহন করেন।