বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

একতরফা প্রেমে পড়লে কি করবেন?

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্কে ভালোবাসা আছে, সেটাও আবার মন-প্রাণ উজার করা ভালোবাসা। কিন্তু তা যদি হয় একতরফা চাওয়া তবে সেই ব্যক্তির আশায় কতদিন একা একা অপেক্ষা করবেন?

মনোবিজ্ঞানী ও সম্পর্ক-বিশেষজ্ঞদের মতে, কখনো কখনো একতরফা ভালোবাসার অনিশ্চয়তার জন্যই কষ্টের কারণ বেড়ে যায়। তবে মনের মানুষ এক সময়ে ভালোবাসা বুঝতে পারবে, স্বীকৃতি দেবে এমন আশা মন থেকে দূর করা উচিত। এমন কি যে আপনাকে ভালোবাসে না তাকে ভালোবাসা এক প্রকার নেশার মত। এতে করে কষ্টের কারণ বেড়ে যায়। ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস দূর করার জন্য আজই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন। যদি কিছুটা সময় প্রয়োজন হয় তাও ভাল।

মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, এমন অবস্থায় বাস্তবতাকে মেনে নিতে হবে। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। সেই মানুষের কথা আর মনে করা যাবে না। তবেই কমবে কষ্ট।