বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে : বিএম ফরহাদ হোসেন

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। মাদকসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ফুটবলসহ ক্রীড়া ও সংস্কৃতি চর্চা গতিশীল করতে হবে। সরকার ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে। যা প্রশংসার দাবী রাখে। বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা এর ঐতিহ্য সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানান।

মঙ্গলবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পর্যায়ে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ, ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ফুটবল খেলায় চাতলপাড় ইউনিয়ন একাদশ ২-০ গোলে গোর্কণ ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।