বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কসবায় দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ২দিনের প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন ও বি আর টি এর সহযোগিতায় মোটরযান চালকদের ২দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সমাপনী হয়েছে।এতে দেড় শতাধিক চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.আনিসুল হক ভূইয়া, বিআরটিএ জেলা সহকারী পরিরচালক জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক বিআরটিএ কেশব কুমার দাস, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা থানা উপ-পুলিশ পরিদর্শক বেলাল হোসেন প্রমুখ।
মোটরযান চালকদের মাঝে রোড সাইন সতর্কিকরণ চিহ্ন,তথ্যমূলক চিহ্ন, ড্রাইভারদের জন্য করণীয়, ড্রাইভার লাইসেন্স প্রাপ্তির নিয়ম,মোটর ড্রাইভিং সংক্রান্ত মোটরযানের বিভিন্ন অপরাধ ও শাস্তির বিধানসহ বিভিন্ন লিফলেট বিতরণ করেন।