বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে  বিয়ার-মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে  ১৩৬০ ক্যান বিদেশী বিয়ার, মদ এবং ৩১ পিস চোরাই থ্রীপিসসহ দুই  জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার আব্দুল করিম মিয়ার ছেলে মোঃ সুমন রহমান (প্র:) বোগদালী (২২) ও একই উপজেলার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো: রাজিব ইসলাম ওরফে বাবু (২৩)।
র‍্যাব -১৪  জানায়,  গোয়েন্দা নজরদারী চালানোর প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামস্থ বিসমিল্লাহ ওয়ার্কসপের মালিক মালি হায়দারের টিনসেট গোডাউন এর ভিতরে অভিযান পরিচালনা করে ১৩৬০ ক্যান বিয়ার, বিদেশী মদসহ ৩১ পিছ থ্রীপিছ উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৪,৮৬,০০০/- টাকা।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতি: পুলিশ রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।