বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে ভুয়া নিউজ, চটেছেন শিশির

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে দুরন্ত সূচনা বাংলাদেশের। এরই মধ্যে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের।

এমন স্বস্তির সময়ে হঠাৎ করেই একটি খবর ছড়িয়ে পড়ে। একটি অনলাইন সংবাদমাধ্যম দাবি করে, দুবাইয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে সাকিব-কন্যা আলাইনা হাসান অউব্রি। তাই তাদের নিয়ে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে সাকিবকে। এতে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের।

পরবর্তীতে জানা যায় এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। থেমে থাকেননি সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। তিনিও কড়া ভাষায় এই সংবাদের জবাব দিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুকে শিশির লিখেন, ‘হলুদ সাংবাদিকতা তাদের সেরাটা দেখাল। কোনো কিছু না জেনেই তারা সাকিবকে নিয়ে একটা গল্প বানিয়ে ফেলল। প্রচুর ভিউ পাওয়ার আশায় সেটা ছড়িয়ে দিলো। আমাদের মেয়ে এশিয়া কাপের আগে থেকেই অসুস্থ ছিল। তবে সে ঢাকায় ফিরছে না। এটা তার মাথাতেও নেই।’

সাকিব-পত্নী আরো লিখেন, ‘এর আগেও অনেকবার এমন অবস্থা হয়েছে যে, তার (সাকিব) পরিবারের পাশে থাকা প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেশের জন্যই সেটা ত্যাগ করি। আপনারা ভুলে গেছেন, প্রথম সন্তান জন্মের সময়ও সে আমাদের সঙ্গে থাকতে পারেনি।’

তিনি বলেন, ‘দেশের অনেক প্রথম সারির নিউজ পোর্টাল থেকে এই ধরনের জ্ঞানহীন সংবাদ প্রচার হয়েছে। যা হতাশ করেছে। যদি আপনারা ভালো কিছু লেখার বিষয় খুঁজে না পান, তাহলে লেখার দরকার নেই! আর ম্যাচের আগে এমন নেতিবাচক সংবাদে একজন ক্রিকেটারের মনোযোগ নষ্ট হয়, যা দেশাত্মবোধক নয়। হলুদ সাংবাদিকতার বিপক্ষে আমি দাঁড়িয়েছে।’

সবশেষ তিনি লিখেন, ‘আমি ইচ্ছা করলেই সেসব সংবাদমাধ্যমের লিংক দিতে পারতাম, কিন্তু আমি কারো সম্মান নষ্ট করতে চাই না,’

আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসে আছে মাশরাফির দল।