বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

যে লক্ষণে বুঝবেন আপনার বয়ফ্রেন্ড কতটা চিটার

বয়ফ্রেন্ড থাকাটা অনেক সময় যন্ত্রনার কারণ হয়। আবার শান্তি বিনষ্ট করার পেছোনেও রয়েছে তাদের বড় অবদান। কিন্তু এই বয়ফ্রেন্ড থাকার অনেক সুবিধাও রয়েছে।

তবে অনেক ক্ষেত্রে সরলতার সুযোগ নিয়ে চিট করতে পারে। তাহলে আপনি কি করে বুঝবেন বয়ফ্রেন্ড অন্য কোথাও সম্পর্কে জড়াচ্ছে কিনা। বয়ফেন্ড সম্পর্কে জানার আছে সহজ উপায়।

জেনে নিন বয়ফেন্ড চিট করছে কিনা এমন ৭টি লক্ষণ:

প্রথমত, সারাক্ষণ মোবাইলে সময় কাটায় বয়ফ্রেন্ড। তোমার সঙ্গে থাকাকালীনও চোখ চলে যায় মোবাইলের নোটিফিকেশনের দিকে। তবে তুমি তার মনোযোগ নিতে ব্যর্থ। অন্য কেউ সেই জায়গাটা করে নিয়েছে।

দ্বিতীয়ত, তোমার প্রতি শারীরিক আকর্ষণ কমে গিয়েছে। সুযোগ পেলেও তোমার হাতটা ধরতে চাইছে না। মানে অন্য কোথাও সেই চাহিদা পূরণ হয়ে যাচ্ছে।

তৃতীয়ত, কথায়-কথায় সন্দেহ করছে কি? সন্দেহ কিন্তু আসে গিল্ট থেকে। নিজে চিট করলে পার্টনারের উপর সন্দেহ বেড়ে যায়।

চতুর্থত, কাজের অছিলায় চ্যাটে ইন্টারেস্ট কমে গেলে বুঝবে ব্যাপারটা সন্দেহজনক।

পঞ্চমত, একসঙ্গে হাঁটতে যাওয়া, খেতে যাওয়া, সিনেমা দেখার প্ল্যানগুলো বদলে যাচ্ছে? তা হলে তোমার পার্টনার কিন্তু অন্যদিকে ঝুঁকেছে।

ষষ্ঠত, অন্য মেয়েদের সঙ্গে তোমার চেহারার তুলনা করছে মানে তোমাকে তার আর পছন্দ হচ্ছে না।

সপ্তমত, সাজ-পোশাকের ব্যাপারে হঠাৎ করে খুব মনোযোগী হয়ে গিয়েছে মানেই নতুন কেউ প্রবেশ করেছে জীবনে।