বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রাজশাহীততে ই-ট্রাফিকিং এর উদ্বোধন

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর রেলগেট শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আর এম পি কমিশনার বলেন, এ কার্যক্রমের মাধ্যমে
গ্রাহকরা খুব সহজেই তাদের জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে
তাদের ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমি জাফর, ডিসি শাহ মখদুম হেমায়েত উল্লাহ, ডিসি ট্রাফিক অনির্বাণ চাকমা, ডিসি পি ও এম  সাইফুল ইসলাম, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ই প্রসেকিউশন কার্যক্রমের মাধ্যমে মামলা হওয়ার পর ইউ সি বি ব্যাংক এর এর মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে গ্রাহকরা। যেসব পয়েন্টে ইউসিবি ব্যাংকের কার্যক্রম রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, নগরের রেলগেট, নওদাপাড়া, আম চত্ত্বর, ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, কাটাখালি, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়,
লক্ষ্মীপুর মোড় সহ অন্যান্য ২৫ টি পয়েন্টে।

ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, সকাল সকাল ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা ইউসিবি ব্যাংক এর ইউ ক্যাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবে। গ্রাহকরা নির্ধারিত এজেন্ট ও ব্যক্তিগত একাউন্ট থেকে টাকা পরিশোধ করতে পারবেন। এ ছাড়াও অন্যান্য শাখায় টাকা পরিশোধ করা যাবে।